Chhattisgarh কেটে গিয়েছে বছরের পর বছর। মোদী সরকারের জমানায় দেশের নারীসুরক্ষা ও নিরাপত্তা রয়ে গিয়েছে সেই তিমিরেই। কলকাতায় আরজি কর কাণ্ডকে কেন্দ্রে করে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছে। পদ্ম-নেতারা একের পর এক সুর চড়াচ্ছেন। দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের।
অথচ দেশের ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে প্রায় প্রত্যহ প্রকাশ্যে আসছে নারী নির্যাতনের ভয়াবহতা। সে নিয়ে কোনও উচ্চবাচ্য নেই বিজেপি নেতাদের মুখে। এবার বিজেপিশাসিত ছত্তিশগড়ে রাখি বন্ধনের দিন মেলা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক আদিবাসী মহিলা। মেলায় যাওয়ার পথে মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল ১৭ জনের বিরুদ্ধে। তদন্তে নেমে ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গড় জেলা অফিস থেকে ২০ কিলোমিটার দূরে কষাইপালি গ্রামে। জানা গিয়েছে, গত সোমবার রাখি উৎসব উপলক্ষে স্থানীয় এক মেলায় যাচ্ছিলেন ২৭ বছর বয়সী আদিবাসী মহিলা। পথে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাঁকে জোর করে তুলে নিয়ে যায় এক নির্জন পুকুর পাড়ে। সেখানে একে একে তাঁকে ধর্ষণ করে ১৭ জন। এই ঘটনার পর মঙ্গলবার স্থানীয় পুসৌর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিশ।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1826245096238710969
এরপর পাশের গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। প্রাথমিকভাবে পুলিশের দাবি, এই ঘটনায় আশেপাশের ৩টি গ্রামের একাধিক যুবক জড়িত রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নাবালক বলেও জানা যাচ্ছে। পুলিশ আধিকারিক আকাশ শুক্লা বলেন, মহিলার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় সরব হয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। “পুসৌর এলাকায় যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তা অত্যন্ত উদবেগজনক। দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। পাশাপাশি নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিত করা হোক যতদিন না অভিযুক্তরা দোষী সাব্যস্ত হচ্ছে। এবং নির্যাতিতাকে যথা সম্ভব সাহায্য করা হোক”, এক্স হ্যান্ডলে লেখেন তিনি।




