Bengals কেটে গিয়েছে বছরের পর বছর। কিন্তু বাংলার প্রতি মোদী সরকারের দুয়োরানিসুলভ আচরণ রয়ে গিয়েছে সেই একইরকম। একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকে তা বেড়েছে আরও। একদিকে গ্রামীণ এলাকার উন্নয়নের টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। অপরদিকে বাংলার নগরোন্নয়ন খাতে ২,১৬৭ কোটি টাকাও আটকে রেখে দেওয়া হয়েছে।
১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো এক্ষেত্রেও একই পরিণতির আশঙ্কা দেখছে রাজ্য। এ বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। “কেন্দ্রের এই স্বৈরাচারী মনোভাব দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কেন্দ্র রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায়। অথচ, সমস্ত হিসাব দেওয়া সত্ত্বেও বিরোধী রাজ্যগুলির, বিশেষত বাংলার টাকা অকারণে আটকে রাখা হয়। নিত্যনতুন ফিকির তুলে রাজ্যের টাকা আটকে রাখা হচ্ছে”, জানান তিনি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1825812143708438711
পাশাপাশি, সূত্র অনুযায়ী ২০২৩-২৪ অর্থবর্ষের এই খাতের টাকা চেয়ে গত ৫ এবং ১০ই জুলাই কেন্দ্রকে চিঠি দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। এই অর্থবর্ষের মোট ১৪৪৫ কোটি টাকা বকেয়াও দ্রুত ছাড়ার কথা বলা হয়েছে। দু’টি চিঠিতেই বিগত বছরগুলিতে পুরসভার মাধ্যমে এই খাতে টাকার খরচের সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে। কিন্তু, টাকা ছাড়া তো দূরের কথা, পাল্টা চিঠি দিয়ে নতুন করে খরচ সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাব ও ব্যাখ্যা চাওয়া হয়েছে। সব মিলিয়ে বকেয়া টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এমনই জানিয়েছে পদস্থ কর্তৃপক্ষ।
bengals




