Rakhi Bandhan আজ রাখিবন্ধন। এই উৎসবের মধ্য দিয়েই নিবিড়তর হয়ে ভাই-বোনের সম্পর্ক। বিশেষ দিনটিতে সমাজমাধ্যমে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মমতা লিখেছেন, “ভাই-বোনের সম্পর্কের পবিত্র বন্ধনকে কোনও অশুভ শক্তি যেন কাটতে না পারে। আসুন সুরক্ষা, ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধার এই বন্ধনে একে অপরকে আগলে রাখার অঙ্গীকারে আবদ্ধ থাকি সবাই।”
আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দোষীদের ফাঁসি চাই। তবে আর জি করের ঘটনা নিয়ে রাম-বাম-শ্যাম (তিন বিরোধী দল) এক হয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে মমতা উদ্ধৃত করেন, “বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান?’ এর আগে শুক্রবার ধর্মতলার সভায় মমতা বলেছেন, ‘ভাই-বোনের সম্পর্ক আরও সুদৃঢ় হোক। ভাইয়েরা বোনেদের রক্ষা করবে।”

উল্লেখ্য, এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে পাট ও ধান দিয়ে রাখি তৈরি করা হয়েছে। এই রাখির ডিজাইন তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাখিবন্ধন উৎসবের কর্মসূচি নেওয়া হয়েছে। সম্প্রীতি ও সংহতির সেতুবন্ধনে এই উৎসব পালিত হবে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1825452172646961554
রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার অধীন ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর এবং জিটিএ নিয়ে মোট ৬৩৯টি ইউনিটে রাখিবন্ধন উৎসব উদযাপন করবে যুব কল্যাণ ও ক্রীড়া দফতর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ রাজ্যের নানা প্রান্তে রাখিবন্ধন উৎসব উদযাপিত হবে। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে স্টুডিওতে রাখিবন্ধন উৎসবের কর্মসূচি নেওয়া হয়েছে। আর জি কর নিয়ে আন্দোলনকারীরাও কর্মসূচি পালন করবেন। বহু কর্মসূচি আয়োজন করা হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও।
rakhi bandhan