Parliament সংসদে ফের বিরোধীদের চাপে কোণঠাসা হয়ে পড়ল মোদী সরকার। প্রসঙ্গত, পূর্ণাঙ্গ সংসদীয় অধিবেশনে বাজেট সংক্রান্ত ফিনান্স বিল ছাড়া কার্যত অন্য কোনও বিলই পাশ করাতে পারেনি কেন্দ্র৷ বিরোধীদের চাপের মুখে তারা পিছু হটল ওয়াকফ সংশোধনী বিল নিয়েও৷ শেষপর্যন্ত নিজেদের এজেন্ডা অনুযায়ী এই বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে তারা। বিরোধীদের দাবি মেনে নিয়ে বিলটিকে সংশোধনের জন্য পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে৷ পুরো বিষয়টিকে বিরোধীদের নৈতিক জয় হিসেবেই দেখছেন রাজনীতির কারবারিরা।
আরও পরুনঃবিচ্ছিন্ন আহমেদাবাদ-মুম্বই ডবল ডেকার এক্সপ্রেস! – ফের প্রশ্নের মুখে মোদীর রেলমন্ত্রক
প্রসঙ্গত, কোনও বিলের খসড়া যদি তার উদ্দেশ্যপূরণে ব্যর্থ হয়, তাহলে সেই বিলটিকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর রেওয়াজ প্রচলিত ছিল ইউপিএ জমানায়৷ সেদিক থেকে দেখলে এবারের বাজেট অধিবেশন এক নতুন দৃষ্টান্ত তুলে ধরল, যেখানে বিরোধীদের চাপের মুখে পিছু হটে ওয়াকফ সংশোধনী বিলকে জেপিসি-র কাছে পাঠাতে বাধ্য হল কেন্দ্র ৷ এটা সরকারের জন্য শিক্ষণীয় হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক জহর সরকার৷ সংসদের দুই কক্ষে যেভাবে এবার বিরোধীরা সোচ্চার হয়েছে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে, তা খুবই প্রশংসনীয় বলেই মনে করছেন তিনি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1824441820757234162
parliament




