RG Kar গত বুধবার রাতে প্রবল উত্তপ্ত হয়ে ওঠে আর জি কর হাসপাতাল চত্বর। আচমকাই একদল বহিরাগত দুষ্কৃতী এসে লাঠি, রড নিয়ে হামলা করে ও ভাঙুচর চালায় হাসপাতালে। আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে ফেলার পাশাপাশি হাসপাতালের এর্মাজেন্সি-সহ একাধিক বিভাগে তাণ্ডব করে তারা। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পাশপাশি কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেইমতোই এগোল পুলিশ। এই ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার হল আরও তিন জন। এখন পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট ১৯ জন। তাঁদের মধ্যে ১০ জনকে ২২ আগস্ট অবধি পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। বুধবারের হামলার ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে।
লিঙ্কঃhttps://x.com/ekhonkhobor18/status/1824381579726029148
rg kar




