Kanyashree বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই নারী ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের জন্য তাঁর চালু করা একাধিক প্রকল্প রাজ্যজুড়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। এদের মধ্যে অন্যতম হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেছিলেন, মেয়েদের স্কুলছুটের সংখ্যা যেন দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে তিনি ঠিক করেন, ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করবেন। ২০১৩ সালের ১৪ আগস্ট থেকে শুরু হয় কন্যাশ্রীর পথ চলা। বিশ্বদরবারে বিশেষ সম্মানেও ভূষিত হয়েছে কন্যাশ্রী। বুধবার ১১তম বর্ষে পা দিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।
আরও পরুনঃ‘আরজি কর নিয়ে রাজনীতি করবেন না!’ – বিরোধীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদরা
এদিন সকলেই মেয়েদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “আমার সরস্বতী কন্যাশ্রী ভবিষ্যতের ভাগ্যশ্রী, আমার সরস্বতী আঁধারেও আলো, সারা বিশ্বে বিশ্বশ্রী। আজ কন্যাশ্রী দিবস। আমার প্রত্যেক কন্যাশ্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী! তোমরা এগিয়ে যাও। নিজের নিজের স্বপ্ন পূরণ করো। তোমাদের যে কোনও দরকারে আমি তোমাদের পাশে আছি। ইউনেস্কোতে সেরার শিরোপা পেয়ে সেই কন্যাশ্রী আজ বিশ্বজয়ী”, এক্স হ্যান্ডলে লেখেন তিনি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1824023595409953208
উল্লেখ্য, এই সামাজিক প্রকল্প ইউনেস্কো থেকে শিরোপায় সম্মানিত হয়েছে। প্রতি বছর ১৪ আগস্ট এই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃতীদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। আজ ধনধান্য স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করা হয়। সারা রাজ্যে এখন ৮৭ লক্ষেরও বেশি ছাত্রী কন্যাশ্রীর আওতায় রয়েছেন। বেস্ট পারফর্মিং জেলা হিসেবে আজ পুরস্কার পাবে উত্তর দিনাজপুর। বছরে ৫০০ টাকা এবং ১৮ বছর হয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা করে পান এই প্রকল্পের আওতাধীন কন্যারা।
kanyashree




