RG Kar বুধবার গভীর রাতে হঠাৎই তোলপাড় হয়ে উঠল আর জি কর হাসপাতাল চত্বর। একদল দুষ্কৃতী তাণ্ডব চালাল আর জি কর হাসপাতালে। বেধড়ক মারধর করা হল কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পরুনঃ Independence Day-2024-ICA
রাতে টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক। “আজ রাতে আর জি কর-এ গুন্ডামি ও ভাঙচুর সব গ্রহণযোগ্য সীমা অতিক্রম করেছে।

একজন জনপ্রতিনিধি হিসেবে, আমি এইমাত্র কলকাতা পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, আজকের সহিংসতার জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করা, জবাবদিহি করা এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে আইনের মুখোমুখি করা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। আন্দোলনরত চিকিৎসকদের দাবি ন্যায্য ও ন্যায়সঙ্গত। সরকারের কাছ থেকে এটাই তাদের ন্যূনতম আশা করা উচিত। তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে”, লিখেছেন তিনি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1823889354885910962
rg kar