RG Kar সম্প্রতি আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘিরে তোলপাড় সারা রাজ্য। চলছে তদন্ত। এই আবহে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল তৃণমূল আর জি কর কাণ্ড নিয়ে রাজনীতি করবেন না, স্পষ্ট হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা৷ রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ জানান, “আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা একদিকে দুর্ভাগ্যজনক, অন্যদিকে ভয়ঙ্কর৷
রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য হল নিপীড়িতার পরিবারকে ন্যায়বিচার দেওয়া৷ দোষীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া৷ এই ভয়ঙ্কর ঘটনা নিয়ে রাজনীতি হোক, এটা কাম্য নয়৷ আইন ন্যায় বিচার করবে, এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷”
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1824022050052120701
পাশপাশি, একই সুরে আর জি কর কাণ্ডের তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ জুন মালিয়া৷ তাঁর প্রতিক্রিয়া, “আমি নিপীড়িতা, তাঁর পরিবার এবং প্রতিবাদী ছাত্রছাত্রীদের সঙ্গে দাঁড়িয়ে আরজি করের নৃশংস ঘটনার নিন্দা করছি৷ এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে চলব আমরা৷ আমি আশা করব সিবিআই দ্রুততার সঙ্গে তদন্ত করবে এবং আসল দোষীকে বিচারের জন্য প্রস্তুত করবে৷” আরজি কর নিন্দায় সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবও৷

“কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন হওয়ার ঘটনা কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাগায়৷ অনেক সময়ে ফার্স্ট ট্র্যাক আদালতে দ্রুততার সঙ্গে মামলার নিষ্পত্তি করা যায় না৷ আমরা দেখেছি নির্ভয়া মামলার নিষ্পত্তি হতে সাত বছর সময় লেগেছিল৷ এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে মহিলাদের প্রতি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহমর্মিতা এবং তাঁদের সার্বিক বিকাশের প্রচেষ্টার দিকটিও”, জানিয়েছেন তিনি।
rg kar