Independence Day আজ ১৫ আগস্ট। প্রায় ২০০ বছর ব্রিটিশদের অধীনস্থ থাকার পর ১৯৪৭ সালের এই দিনেই স্বাধীনতা অর্জন করে ভারত। আজ স্বাধীন ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিনে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
“আমার সকল ভাই ও বোনদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা সর্বস্ব উৎসর্গ করেছেন। এই ঐতিহাসিক দিনে, মাতৃভূমির প্রতি তাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই”, এক্স হ্যান্ডলে লিখেছেন মমতা।

পাশাপাশি, পোস্ট করেছেন অভিষেকও। “এই মহিমান্বিত দিনে আসুন আমরা আমাদের জাতিকে সংজ্ঞায়িত এবং আমাদের আগে যারা এসেছিলেন তাদের অগণিত ত্যাগকে সম্মান করে এমন নিরবধি মূল্যবোধের প্রতি প্রতিফলিত করার জন্য একটু সময় নিই।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1824016810917654634
ঐক্য, শান্তি ও সম্প্রীতির চেতনা আমাদের হৃদয়ে অনুরণিত হয়, শুধু আজ নয়, প্রতিটা দিন”, জানিয়েছেন তিনি।
independence day