Kanyashree বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই নারী ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের জন্য তাঁর চালু করা একাধিক প্রকল্প রাজ্যজুড়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। এদের মধ্যে অন্যতম হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেছিলেন, মেয়েদের স্কুলছুটের সংখ্যা যেন দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে তিনি ঠিক করেন, ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করবেন। ২০১৩ সালের ১৪ আগস্ট থেকে শুরু হয় কন্যাশ্রীর পথ চলা। আজ বিশ্বদরবারে বিশেষ সম্মানেও ভূষিত হয়েছে কন্যাশ্রী। আজ ১১তম বর্ষে পা দিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে রাজ্যজুড়ে।
আরও পড়ুন: Kanyashree Divas-2024- ICA
বুধবার, ধনধান্য স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করা হবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মমতা। মূলত গ্রামেগঞ্জে বা প্রত্যন্ত এলাকায় ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা ছিল। সেক্ষেত্রে মেয়েদের লেখাপড়া দূর অস্ত, স্বাস্থ্যের খুব ক্ষতি হত। মেয়েদের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই অবিবাহিত মেয়েদের জন্য এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1823527303390875928
সারা রাজ্যে এখন ৮৭ লক্ষেরও বেশি ছাত্রীরা কন্যাশ্রীর আওতায় রয়েছেন। বেস্ট পারফর্মিং জেলা হিসেবে আজ পুরস্কার পাবে উত্তর দিনাজপুর। বছরে ৫০০ টাকা এবং ১৮ বছর হয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা করে পান এই প্রকল্পের আওতাধীন কন্যারা।

kanyashree