Nabanna এবার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নয়া নির্দেশিকা তৈরি করছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে যে আইন আছে, তা উপেক্ষিত হচ্ছে। সেই খবর এবং প্রমাণ প্রশাসনের হাতে এসেছে। রাজ্য পুলিশের এখন অধিকাংশ থানায় সিভিক ভলান্টিয়ারাই ভরসা হয়ে উঠেছে। ফলত সিভিক ভলান্টিয়াররা এখন কার্যত ধরাকে সরাজ্ঞান করছে।
আরও পরুনঃ ফের ২১ দিনের প্যারোলে ধর্ষক রাম রহিমকে মুক্তি দিল হরিয়ানার বিজেপি সরকার! – সরব বিরোধীরা
প্রসঙ্গত, তদন্তের কাজে যুক্ত হচ্ছে সিভিক ভলান্টিয়াররা। এমনকী, কেন্দ্রের বিভিন্ন পোর্টালে ডেটা আপলোড করা-সহ এমন অনেক কাজই করছেন, যা তাঁদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। তাঁরা থানায় বসে নানা কাজে যুক্ত হচ্ছেন। সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কেমন ধরনের কাজ করানো হচ্ছে, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার তার তথ্য সংগ্রহ করা হচ্ছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1823358285048603058
nabanna




