RG Kar Medical College সম্প্রতি আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের উপর যৌন হেনস্থা ও নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করতে সর্বোচ্চ স্তরে তৎপর রাজ্য সরকার ও প্রশাসন। আজ মৃতার পরিবারের পাশে দাঁড়াতে সোদপুরে তাঁর বাড়িতে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। এই ঘটনায় যাতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে তদন্ত হয়, যাতে কোথাও এতটুকু ত্রুটি না থাকে, সে বিষয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কমিশনারকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি নিজেই এ নিয়ে প্রয়োজনে সিবিআই তদন্তের কথা বলেছেন। কর্তব্যরত অবস্থায় আর জি কর হাসপাতালে চেস্ট বিভাগের ট্রেনি চিকিৎসককে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে। ঘটনায় ওই বিভাগের ডিউটিতে থাকা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত সন্দেহে গ্রেফতার করে শুরু হয়েছে মামলা। শুক্রবার এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতার বাবাকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী।

এরপর শনিবার এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “জুনিয়র ডাক্তাররা যে দাবি জানাচ্ছে, তা সঙ্গত। এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। ওঁরা যে ডিমান্ডগুলো করছে, তার প্রত্যেকটির সঙ্গে আমি একমত। পুলিশও প্রত্যেকটি মেনে নিয়েছে।” পাশাপাশি এই ঘটনার ভয়াবহতা সম্পর্কে অনুধাবন করে মুখ্যমন্ত্রীর মন্তব্য ছিল, “মৃত্যুটা খুবই অমানবিক, ন্যক্কারজনক, নৃশংস। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ফার্স্ট ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে, একেবারে ফাঁসির আবেদন জানানো হোক।” সিবিআই তদন্তে রাজ্যের কোনও আপত্তি নেই বলেও জানিয়েছিলেন তিনি।
Link:https://x.com/ekhonkhobor18/status/1822973442510999993
এদিকে, আর জি করে তরুণী চিকিৎসকের এমন মর্মান্তিক পরিণতির প্রতিবাদে আজ দেশজুড়ে সরকারি হাসপাতালে কর্মবিরতি করছেন সর্বস্তরের চিকিৎসকরা। তার জেরে অচলাবস্থা জরুরি বিভাগ, আউটডোরগুলিতে। রোগীরা চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হচ্ছেন। এমতাবস্থায় চিকিৎসা পরিষেবা সচল করতে উদ্যোগী রাজ্য। এ নিয়ে জরুরি ভিত্তিতে দ্রুত ভার্চুয়াল বৈঠকে বসবেন মুখ্যসচিব, সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।
rg kar medical college