Paris Olympics অলিম্পিক পদকজয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে কুস্তিগির ভিনেশ ফোগটের। মঙ্গলবার রাতে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন ভিনেশ। তাঁকে নিয়ে সোনা জয়ের স্বপ্ন দেখছিল সারা দেশ। আজ প্রতিযোগিতার আগে নিয়ম মাফিক ওজন নেওয়া হয় তাঁর। সেখানেই দেখা যায়, প্রতিযোগীর ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি। এই আবহে ভিনেশ সেই ওজন ঝরানোর জন্যে অতিরিক্ত কিছুটা সময় চেয়েছিলেন। কিন্তু তা দেওয়া হয়নি। এই আবহে কোনও পদকই পাবেন না তিনি। ফাইনালে তো নামতেই পারবেন না, এমনকী রুপোও হাতছাড়া হচ্ছে তাঁর। কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে। ভিনেশকে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে।

এদিন সারা দেশের পাশাপাশি উত্তাল হয়ে ওঠে সংসদও। ঘটনায় অন্তর্ঘাতের ইঙ্গিত পাচ্ছেন বিরোধীরা। তাদের স্পষ্ট অভিযোগ, ফাইনালে পৌঁছে ভিনেশের বাদ যাওয়া সাধারণ ঘটনা হতে পারে না। কেন্দ্রীয় সরকার তথা বিজেপির হাত থাকতে পারে বলে দাবি করছেন কেউ কেউ। প্রসঙ্গত, মঙ্গলবার ভিনেশ ফাইনালে পৌঁছতেই কুস্তিগিরদের আন্দোলন ফের খবরের শিরোনামে উঠে আসে। যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত কুস্তি সংগঠনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে ধর্নায় বসেছিলেন ভারতীয় কুস্তিগিররা। ভিনেশ নিজেও ছিলেন বিক্ষোভে। মর্মান্তিক পুলিশি নিগ্রহের শিকার হন তাঁরা। যার প্রতিবাদের গর্জে উঠেছিল একাধিক মহল। নেটদুনিয়ায় বয়ে গিয়েছিল নিন্দার ঝড়।
মঙ্গলবার ভিনেশ ফাইনালে পৌঁছতেই সেই পুলিশি অত্যাচারের ভিডিও ফের ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আর আজ ভিনেশের ডিসকোয়ালিফিকেশনের খবর প্রকাশ্যে আসতেই ফের উসকে গিয়েছে বিতর্ক। নেপথ্যে গভীর ষড়যন্ত্রের আঁচ অনুভব করছেন অনেকেই। বিজেপি-ঘনিষ্ঠ ব্রিজভূষণের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিলেন ভিনেশ। তাহলে কি তিনি ফাইনালে যেতেই অহংবোধে আঘাত লাগল মোদী সরকারের? এই সিদ্ধান্ত কি তারই প্রতিফলন? প্রশ্ন তুলেছে বিরোধীরা। সংশয় প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরাও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821190405066780980
paris olympics