Mamata Banerjee জননেত্রী তিনি। বাংলাবাসীর কাছের মানুষ, কাজের মানুষ। যে প্রতিশ্রুতি দেন, দলমত নির্বিশেষে তা রাখতে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বীরভূমের ১১ বিধানসভার মধ্যে একমাত্র দুবরাজপুর বিজেপির দখলে। আর সেখানেই নির্মিত হচ্ছে নতুন দমকলকেন্দ্র, এমনই জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। মঙ্গলবার তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে মন্ত্রী বলেন, শুধু দুবরাজপুর নয়, “বীরভূমের আরও ছ’টি বিধানসভা এলাকা, নলহাটি, তারাপীঠ, লাভপুর, মুরারই ও ভবিষ্যতে নানুর এবং ময়ূরেশ্বরেও দমকল কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বীরভূমে আরও দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। সেই সময় তিনি দুবরাজপুরের নামও বলেন।”
প্রসঙ্গত, তখনও মমতা জানতেন না যে দুবরাজপুরে তৃণমূল ক্ষমতায় আসবে না। সুজিত জানান, “ক্ষমতায় না এলেও দমকলকেন্দ্র গড়ে তুলে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তিনি সবার মুখ্যমন্ত্রী, দলমত দেখেন না।
আরও পড়ুন: ১৪৩১টি নয়া বিএসকে চালু করছে নবান্ন – কর্মসংস্থানে নতুন দিশা, বাড়বে সরকারি প্রকল্পের সুযোগও
যা প্রতিশ্রুতি দেন, অক্ষরে অক্ষরে পালন করেন।” মমতার ভূয়সী প্রশংসা করে দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে বলেছেন, “মানুষের উন্নয়নে সর্বাত্মক স্বার্থে তিনি কখনোই রাজনৈতিক রঙ দেখেন না।” জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দমকল কেন্দ্রটি গড়ে তুলতে প্রায় ১০ কোটি টাকার মতো খরচা হয়েছে। এর ফলে খয়রাশোল, হজরতপুর, লোকপুর, কাঁকরতলা, পাঁচরা, বাবুইজোড় সহ আরও প্রায় ছোট-বড় ২০০টি গ্রাম উপকৃত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821105324754895182
mamata banerjee