Awas Yojana কেটে গিয়েছে দিনের পর দিন। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত বঞ্চনার শিকার হয়েছে বাংলা। বারবার আবেদন, এমনকী আন্দোলন করেও মেলেনি একশো দিনের কাজের প্রকল্পের বরাদ্দ অর্থ। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটেও ফুটে উঠেছে বাংলার প্রতি কেন্দ্রের অবহেলা ও তাচ্ছিল্যের চিত্র। এর মধ্যেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা হলেও আদতে ব্যয়ের সিংহভাগই বহন করছে রাজ্য! অথচ কৃতিত্ব নিতে নিজেদের জাহির করে চলেছে বিজেপি।
মঙ্গলবার এই সত্যই উঠে এল লোকসভায়। খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর রিপোর্টেই জানা গেল, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পের অধীনে গত ৩ বছরে অর্থাৎ ২০২১-২২ থেকে ২০২৩-২৪ পর্যন্ত একক নোডাল অ্যাকাউন্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার ৬,৬১২.০৮ কোটি টাকা খরচ করেছে। আর এই ৩ বছরে এই প্রকল্পে কেন্দ্রের অংশ বাবদ বাংলাকে দেওয়া হয়েছে ৬৮৭ কোটি ৮৪ লক্ষ টাকা। এই প্রকল্পে উপকৃতদের জন্য মোট ১২,৭৩,৬১৪টি বাড়ি মঞ্জুর করেছে রাজ্য।
আরও পড়ুন: ‘তাঁর আদর্শই আমাদের পাথেয়’ – বিশ্বকবির প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতার
প্রসঙ্গত, মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেমমাসানি। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পের অধীনে কেন্দ্রের অংশের টাকা সরাসরি দেওয়া হয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। সুবিধাভোগীদের এই তহবিলের টাকা প্রকল্পের একক নোডাল অ্যাকাউন্টের মাধ্যমে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রিলিজ করে। কিন্তু আবাস যোজনার বাস্তবায়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা যে আসলে পালন করেছে বাংলা এবং এই বিষয়ে কেন্দ্র যে বড়ই উদাসীন ও গয়ংগচ্ছ মনোভাবাপন্ন, সেই কথাটা কিন্তু একবারও স্বীকার করলেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী! বাংলার প্রাপ্য টাকা কোন যুক্তিতে কেন্দ্র আটকে রাখছে, তারও কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই তাঁর কাছে। অর্থাৎ, রাজ্যের কৃতিত্ব নিজেরা দাবি করতে গিয়ে ধরা পড়ে গেল কেন্দ্রীয় সরকার। বহুদিন দীর্ঘদিন ধরেই বাংলার কৃতিত্বে ভাগ বসাতে অপপ্রচারে রত হয়েছেন মোদী ও তাঁর মন্ত্রীরা। নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে বিজেপি। সংসদেও যে সেই একই ছক অবলম্বন করছে তারা, এদিনের রিপোর্টে আরও একবার পরিষ্কার হয়ে উঠল সেই ছবি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821140889852317755
awas yojana