Rabindranath Tagore আজ ২২শে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে প্রয়াণবার্ষিকী। কবিগুরুর তিরোধান দিবসে তাঁকে শ্রদ্ধায় ও সম্মানে স্মরণ করলেন বাংলার মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বছরের প্রতিটা দিনে, প্রতিটি মূহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন। ওঁনার আদর্শই আমাদের পাথেয়। তিনিই আমাদের দিকনির্দেশক”, বুধবার এক্স হ্যান্ডেলে রবি ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করে লেখেন মমতা।

কবিরগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যথাযথ মর্যাদায় শান্তিনিকেতনে ২২শে শ্রাবণ পালন করা হয়।
আরও পড়ুন: আগামী রণকৌশল নিয়ে আলোচনা – চলতি সপ্তাহেই দিল্লীতে বৈঠকে বসতে পারে ইন্ডিয়া জোট
ভোর ৫টা থেকেই গৌরপ্রাঙ্গণে বৈতালিক, উপাসনাগৃহে মন্দির, উদয়ন বাড়িতে পুষ্পপ্রদান-পর্ব অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় স্মরণ অনুষ্ঠান রয়েছে লিপিকা প্রেক্ষাগৃহে। ২২ থেকে ৩০ শ্রাবণ বিশ্বভারতীর কর্মীমণ্ডলীর পক্ষ থেকে বৃক্ষরোপণ, হলকর্ষণ, রবীন্দ্রসপ্তাহ, স্বাধীনতা দিবস, বর্ষামঙ্গল উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821138661875789875
rabindranath tagore