Cabinets সম্প্রতি রাজ্যপালদের সঙ্গে রাজ্য সরকারগুলির সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এরপরেও বাংলার রাজ্যপালের কোনও হেলদোল নেই। যেভাবে মন্ত্রিসভায় রদবদলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ফাইল তিনি আটকে রেখেছেন, তা নিয়ে প্রশ্ন তুলছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল। সূত্রের খবর, মন্ত্রিসভায় সামান্য রদবদলের জন্য রাজ্যপালের অনুমতি চেয়ে গত ১৮ জুলাই রাজভবনে চিঠি পাঠিয়েছে নবান্ন। কিন্তু এখনও রাজভবন থেকে রাজ্যপালের স্বাক্ষরিত ফাইল ফেরত আসেনি। কবে পাওয়া যাবে, সে বিষয়েও রাজ্যকে জানানো হয়নি কিছুই।
আরও পড়ুন: পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি রাখেনি কেন্দ্র! – মোদী সরকারের বিরুদ্ধে পথে নামতে চলেছেন প্রবীণরা
ফলত, এবার প্রধানমন্ত্রীর বার্তাকে হাতিয়ার করেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের কাজকর্ম স্বাভাবিক রাখার ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু, এখানে রাজ্যপালের ভূমিকায় কীভাবে কাজ ব্যাহত হয়, তা সবাই বুঝতে পারছেন। আখেরে তিনি রাজ্যের ক্ষতি করছেন বলেই মত প্রবীণ রাজনীতিবিদের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820456815051538636
cabinets