North Bengal উত্তরবঙ্গবাসীর জন্য এল নতুন সুখবর। এবার উত্তরে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। সেই বিশ্ববিদ্যালয় তৈরি করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। প্রসঙ্গত, রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু উত্তরে কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল না। এবার স্থাপিত হতে চলেছে তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছিলেন। সেইমতো সোমবার বিশ্ববিদ্যালয় তৈরির জন্য বিধানসভায় দ্য স্কিল নলেজ অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি শীর্ষক বিল আনা হয়। এদিন বিলের উপরে আলোচনার জবাবি ভাষণে উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, শিলিগুড়িতে এই বিশ্ববিদ্যালয়টি চালু হলে প্রতিভাবান তরুণ-তরুণীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে কাজের উপযোগী হয়ে উঠতে পারবেন তাঁরা।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিল হাওয়া অফিস – উত্তরে জারি কমলা সতর্কতা
এদিন বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও সত্যম রায়চৌধুরী। বিল পাশ ও উত্তরে বিশ্ববিদ্যালয় তৈরির অনুমোদন পাওয়ার পর তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেন। মুখ্যমন্ত্রীও পাল্টা শুভেচ্ছা জানান তাঁকে। “উত্তরবঙ্গে কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই। বাংলায় এর আগে ১১টি প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। উত্তরে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এখানে ছাত্রছাত্রীরা নানান বিষয় নিয়ে পড়তে পারবে। মুখ্যমন্ত্রী ফ্যাশন ডিজাইনকেও এর অন্তর্ভুক্ত করতে বলেছেন। এর ফলে শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, সারা দেশের মধ্যে এই প্রথম ফ্যাশন ইউনিভার্সিটি হবে। এই ইউনিভার্সিটির সঙ্গে ফ্যাশন যোগ হওয়ায় ছাত্রছাত্রীরা নিজেদের স্কিলিং যেমন বাড়াতে পারবে, হাতেকলমে শিখতে পারবে কাজ। এই ইউনিভার্সিটি থেকে কোর্স শেষ করার পর তারা যাতে চাকরির সুযোগ পায়, তার ব্যবস্থা আমরা করতে পারব বলে আশা রাখছি। মুখ্যমন্ত্রী খুশি। তিনি বলেছেন, খুব ভাল করে করতে হবে। আমি মনে করছি, এটি বাংলার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হবে,” জানিয়েছেন সত্যম রায়চৌধুরী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820811498047807553
north bengal