Transport অভিনব পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। আগামী দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে কার্যকর হতে চলেছে ‘এক রাজ্য এক কার্ড’ প্রকল্প। উল্লেখ্য, দেশের প্রথম রাজ্য হিসাবে বাংলাতেই ধরনের কার্ড চালু হচ্ছে। এমনই জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কার্ডের মাধ্যমে বাস, ট্রাম, ফেরি, ক্যাব-সহ সমস্ত ধরনের সরকারি গণপরিবহণে যাত্রা করা যাবে। আলাদা করে টিকিট কাটার দরকার পড়বে না। এতে টিকিট ফাঁকি দেওয়ার প্রবণতা কমতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। অভিন্ন কার্ডে গোটা বাংলায় ভ্রমণের সুযোগ মিলবে। ইতিমধ্যেই অভিন্ন কার্ড ব্যবস্থা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যের তিনটি সরকারি নিগমের ৩,০৫৭টি বাসে।
আরও পড়ুন: চালু হতে চলেছে ১৪৩১টি নতুন বিএসকে – পদক্ষেপ রাজ্য সরকারের
পাশাপাশি, স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভাড়া সংগ্রহের ব্যবস্থাও থাকবে। যাত্রীরা যেকোনও জায়গা থেকে যেকোনও সময় অনলাইনে টিকিট রিজার্ভেশন করতে পারবেন। যাত্রীদের জন্য মাল্টি পেমেন্ট সুবিধা যুক্ত একটি ওয়েবভিত্তিক রিজার্ভেশন পোর্টালের ব্যবস্থা করা হচ্ছে। ডেবিট, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, কিউআর কোড ভিত্তিক পেমেন্টের সুযোগ মিলবে তাতে। মাল্টি সিটি বুকিং এবং রাউন্ড ট্রিপ বুকিংয়ের সুবিধা থাকবে। ট্রেনের মতোই কার্ডে রিজার্ভেশন ভিত্তিক আসন নির্বাচন ও বুকিংয়ের সুবিধা পাবেন যাত্রীরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820808243779621285
transport