Mamata Banerjee নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি অব্যাহত রেখেছে দুয়োরানিসুলভ আচরণ। বিভিন্ন ক্ষেত্রে উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। প্রসঙ্গত, বিগত তিন বছর ধরে কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগে সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল। একশো দিনের কাজের প্রকল্প বাবদ রাজ্যের টাকা দিচ্ছে না কেন্দ্র। এমতাবস্থায় ত্রাতা হয়ে দাঁড়ালেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ না এলে আগামী ডিসেম্বর থেকে রাজ্য সরকার নিজের উদ্যোগেই উপভোক্তাদের গৃহনির্মাণের জন্য প্রাপ্য বরাদ্দ দিয়ে দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে রাজ্য সরকার সংখ্যালঘু অসহায় মহিলাদের গৃহনির্মাণ খাতে অর্থ মঞ্জুর করেছে। বর্তমান অর্থবর্ষে এই প্রকল্পের মাধ্যমে নিজেদের ঘর পেতে চলেছেন মুশিদাবাদ জেলায় প্রায় ৬৬০০ সংখ্যালঘু অসহায় মহিলা।
প্রসঙ্গত, নবান্ন থেকে এই প্রকল্পের অর্থ মঞ্জুর হওয়ার পরই প্রকৃত উপভোক্তারা যাতে এই প্রকল্পের টাকা পান তা সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছে তৃণমূল। প্রসঙ্গত, এই প্রকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধবা, বিবাহবিচ্ছিন্না বা অতিগরিব মহিলারা গৃহনির্মাণের জন্য রাজ্য সরকারের থেকে টাকা পাওয়ার যোগ্য। এ জন্য রাজ্যের তরফে ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থসাহায্যের পাশাপাশি ১০০ দিনের কাজ প্রকল্পে ৯০ দিন কাজের হিসাবে প্রায় ১৯ হাজার টাকা গৃহনির্মাণ খাতে বরাদ্দ করা হয়। গৃহনির্মাণের জন্য উপভোক্তার নিজস্ব জমি থাকা জরুরি। রঘুনাথগঞ্জ ১ ব্লকে এই প্রকল্পে এবছর ৮৯ জন ঘর পেতে চলেছেন। এর মধ্যে বিধায়কের ৪০, বিডিওর ৪৫ এবং সাংসদের ৪টি করে কোটা রয়েছে। এই প্রকল্পে যাতে প্রকৃত উপভোক্তারাই ঘর পান, সে বিষয়ে উদ্যোগী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। নিমতিতা বিস্ফোরণের ঘটনায় নিজের স্বাভাবিক চলাফেরার ক্ষমতা অনেকটা হারালেও টোটো এবং বাইকে চেপে নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামগুলোতে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যান বিধায়ক জাকির। সঙ্গে ছিলেন রঘুনাথগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন, রঘুনাথগঞ্জ ১ ব্লকের সভাপতি গৌতম ঘোষ, কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের আলি ও পঞ্চায়েত সদস্যরা। বাড়ি বাড়ি ঘুরে তাঁরা এই প্রকল্পের উপভোক্তাদের বিষয়ে খোঁজখবর নেন। কথাও বলেন উপভোক্তাদের সঙ্গে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820741075654328557
mamata banerjee