BSK নয়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে বাংলায়। কিন্তু বিএসকের মাধ্যমে পরিষেবা প্রদানের হার দিনে দিনে বৃদ্ধি করছে সরকার। সেই কথা মাথায় রেখে বাংলা সহায়তা কেন্দ্রের শাখা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এবার আরও একটি নতুন পরিষেবা চালু হল। এছাড়া, এখন থেকে পুরসভার সম্পত্তি করও বিএসকের মাধ্যমে জমা দিতে পারবেন বাসিন্দারা। তাঁদের পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না। সেই কারণে আরও ১৪৩১টি নতুন বিএসকে চালু হচ্ছে।
রাজ্যের কোন জেলায় কতগুলি নতুন বিএসকে স্থাপন করা হবে, সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৯টি বিএসকে হবে। এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় একশোর বেশি নয়া বিএসকে চালু হচ্ছে। গত মঙ্গলবার রাজ্যে পরিষেবা প্রদানের সংখ্যা ১৩ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এর মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে ৩৫০ কোটির বেশি টাকা। পাশাপাশি উপকৃত হয়েছেন কয়েক লক্ষ মানুষ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820748268193583282
bsk