Railways মোদী-জমানায় কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ও দুর্ঘটনা! গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। ২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস ও অতিসম্প্রতি হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনার বিভীষিকার এখনও দগদগে দেশবাসীর মনে। এর রেশ কাটতে না কাটতেই বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে লাগল ভয়াবহ আগুন। রবিবার সকালে বিশাখাপত্তম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসের হঠাৎ করেই আগুন লাগে।

এরপর অল্পক্ষণের মধ্যেই দাউদাউ করে আগুন ধরে যায় ট্রেনের তিনটি কামরায়। ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সাদা ধোঁয়ায় ঢেকে যায় পুরো স্টেশন। যাত্রীরা আগুন দেখে রেল কর্তৃপক্ষকে খবর দেয়। তড়িঘড়ি যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। রেলের তরফে খবর সমস্ত যাত্রীদের নিরাপদভাবে নামিয়ে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কোরবা থেকে আসা ট্রেনটির বিশাখাপত্তনম থেকে তিরুপতি যাওয়ার কথা ছিল। অগ্নিকাণ্ডের ফলে বাতিল করা হয় ট্রেনটি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820427981044551967
railways