Mamata Banerjee বাংলায় খানিক জমি পাওয়ার পর থেকেই ছলে-বলে-কৌশলে বিভিন্ন সময় রাজ্য ভাগের জিগির তুলেছেন বিজেপি নেতারা। সাম্প্রতিক সময়েও দেখা গিয়েছে তার পুনরাবৃত্তি। প্রতিবাদের গর্জে উঠেছে বাংলার শাসকদল তৃণমূল। সোমবার বিধানসভায় পাশ হল বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। সোমবার বিধানসভায় প্রস্তাব পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একহাত নেন তিনি। বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “বাংলাকে আমরা ভাগ করতে দেব না। ঐক্যবদ্ধ বাংলা থাকবে। আমি শোভনদেব চট্টোপাধ্যায়কে বলব, স্পিকার বিরোধী দলনেতার প্রস্তাব যুক্ত করা হোক। সংগঠিত প্রস্তাব এলে তা গ্রহণ করা হোক। আমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাসী। কেন্দ্র যেমন সহযোগিতা করবে, তেমনই রাজ্য কেন্দ্রকে সহযোগিতা করবে। নর্থ ইস্টার্ন কাউন্সিলে যাবে কেন? পাহাড়ি রাজ্যগুলিকে সাহায্যে করে। সিকিম আছে। সেখানে বাংলার গাড়ি না ঢুকলে সিকিম বন্ধ হয়ে যাবে। বৃহত্তর স্বার্থে বাংলা এক থাকা দরকার। উত্তরবঙ্গকে টাকার অঙ্কে মাপবেন না। এক লক্ষ ৬৭ হাজার কোটি টাকা খরচ করেছি”, স্পষ্ট বার্তা তাঁর।

পাশপাশি, মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, “বিভাজন করা উদ্দেশ্য নয়। গাল দেওয়ার উদ্দ্যেশ্য নয়। আমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাসী। রাজ্য শক্তিশালী হলে তবেই কেন্দ্র শক্তিশালী হবে। নীতি আয়োগের বৈঠকে গঠনমূলক প্রস্তাব দিয়েছিলাম। আর দু-মিনিট বলতে দিত। আমি নীতি আয়োগের বিরোধী নয়।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে! – পুড়ে ছাই তিনটি কামরা, ছড়াল আতঙ্ক
কিন্তু ওদের কিছু করার নেই। পরিকাঠামো উন্নয়নে বাংলা এগিয়ে আছে।” একশো দিনের টাকা, রাস্তার টাকা, স্কুলের টাকা, জলের টাকা, আবাসের টাকা বাংলা পাক চান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানান, প্রথমিক বিদ্যালয়ের উন্নয়নের কাজ অনেক জায়গায় কাজ আটকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিষয়টি দেখতে বলেন মুখ্যমন্ত্রী। “আমাদের বিধায়করা দুটো করে স্কুল বেছে নিয়ে যদি উন্নয়ন করে, তাহলে ভালো হবে। এছাড়া আমাদের রাজ্যসভার সাংসদদের ফান্ডের ৭৫ শতাংশ টাকা দেব। শিক্ষা দফতর ও দেবে”, জানান তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820429477769359752
mamata banerjee