Abhishek Banerjee চব্বিশের লোকসভা নির্বাচনে ভেঙে গিয়েছে মোদী-শাহের গুমর। কার্যত মুখ থুবড়ে পড়েছে পদ্মশিবিরের ‘চারশো পার’-এর হুঁশিয়ারি। দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ২৪০ ছুঁতেই নাভিশ্বাস উঠেছে তাদের। নীতীশ আর নাইডুর কাঁধে ভর দিয়ে সরকার গড়েছেন মোদী। অন্যদিকে, মজবুত বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। সংসদে বিরোধীদের শক্তি হাড়ে হাড়ে টের পাচ্ছে এনডিএ। অতিসম্প্রতিই লোকসভার বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার জবাবি ভাষণে কেন্দ্রের এনডিএ সরকারকে ঝাঁঝালো আক্রমণ করেন রাহুল-অভিষেক। রাহুল কটাক্ষ করেন, ‘চক্রব্যূহ এখন পদ্মব্যূহ।’ অভিষেকের ‘কুর্সি কি পেটি বান্ধ লিজিয়ে’ হুঁশিয়ারি এখন ভাইরাল নেটমাধ্যমে।
আরও পড়ুন: বাংলায় ফের বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা – নিয়োগ হচ্ছে ৩২,৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পদে
উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে রাহুল-অভিষেকের বক্তব্য শুনছেন উপভোক্তারা। কার্যত ফিকে বিজেপি। তথ্যপ্রযুক্তি কোম্পানি ডেটা বিংসের সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, ২৯তম সপ্তাহে ভিউজের নিরিখে শীর্ষে ছিলেন রাহুল গান্ধী। ১২.৭ মিলিয়ন ভিউজ ছিল রাহুল গান্ধীর, প্রায় ৩২ শতাংশ। তালিকায় ২ থেকে ৫ নম্বর স্থানে রয়েছে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস (১১.৮ মিলিয়ন ভিউজ), উত্তর প্রদেশ কংগ্রেস (৪.৫ মিলিয়ন ভিউজ), জাতীয় কংগ্রেস (৪.৫ মিলিয়ন ভিউজ)। কংগ্রেস একাই ৮৫ শতাংশ ভিউজ পেয়েছে। মোদী মাত্র ১.১ মিলিয়ন ভিউজ নিয়ে রয়েছেন ৬ নম্বরে। বিজেপি তলানিতে, ১০ নম্বরে। ভিউজ মাত্র ০.৩ মিলিয়ন, মাত্র ১ শতাংশ। বিজেপির থেকে বেশি ভিউজ পেয়েছে আম আদমি পার্টি পঞ্জাব (০.৫ মিলিয়ন ভিউজ), আম আদমি পার্টি দিল্লি (০.৪ মিলিয়ন ভিউজ) ও সমাদবাদী অখিলেশ (০.৪ মিলিয়ন ভিউজ)। পরের সপ্তাহেও ধরা পড়েছে একই চিত্র। ০.৯ মিলিয়ন ভিউজ, ৩ শতাংশ ভিউজ শেয়ার নিয়ে তৃণমূল কংগ্রেস ৭ নম্বরে। ৯.৩ মিলিয়ন ভিউজ নিয়ে এবার শীর্ষে জাতীয় কংগ্রেস। এর পর আছে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস (৮.৬ মিলিয়ন ভিউজ), আম আদমি পার্টি (৫.৮ মিলিয়ন ভিউজ)। মাত্র ০.৪ মিলিয়ন ভিউজ, ১ শতাংশ ভিউজ শেয়ার নিয়ে দশম স্থানে রয়েছে বিজেপি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819652951461286358
rahul gandhi abhishek banerjee