Parliament জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি তুলে গত বৃহস্পতিবারই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। শুক্রবার নির্মলা সীতারামনকে চিঠিও পাঠান তিনি। সেখানে একইসঙ্গে ইনকাম ট্যাক্সের ৮০সি এবং ৮০ডি ধারায় কর ছাড়ের দাবিও জানান মমতা। এদিন সংসদেও জিএসটি প্রত্যাহারের দাবিতে ঝড় তোলেন তৃণমূল সাংসদেরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। তবে এদিনও তাঁদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। তৃণমূল সাংসদরা বলার সময় মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়! তাতে বিন্দুমাত্র না দমে প্রতিবাদ চালিয়ে যেতে থাকেন তৃণমূল সাংসদরা। ওয়াক আউটও করেন।
আরও পড়ুন: ইউটিউব-সহ ডিজিটাল প্ল্যাটফর্মে জোরকদমে ট্রেন্ডিং রাহুল ও অভিষেকের ভাষণের ভিডিও – ম্লান বিজেপি
সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভায় তৃণমূলের দলনেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “লাইফ ইনসিওরেন্স স্কিম আর ওষুধের ওপর যে ১৮% জিএসটি বসানো হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে সবার সামনে তুলে এনেছেন। আমরা বলেছি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আসতে হবে। মাইক বন্ধ করে দিল মাঝপথে। ওয়েলে নেমে আমাদের প্রতিবাদ করতে হল। লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম আর ওষুধের উপর জিএসটি প্রত্যাহার করার বিষয়টা নিশ্চিত করতে হবে নয়তো যতদূর যাওয়ার আমরা যাব”, উল্লেখ্য, সম্প্রতি দিল্লীতে নীতি আয়োগের বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তৃতা শুরু করার একটু পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল মাইক্রোফোন। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819654483695059094
parliament