Mamata Banerjee ফের বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়। শুক্রবার বিধানসভায় মন্ত্রী শশী পাঁজা জানালেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নেওয়া হবে ৩২ হাজার ৬৫৯ জন। এর মধ্যে কর্মী ১২,০২৮ এবং সহায়িকা ২০,৬৩১। মন্ত্রী জানান ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়েছে। নিয়োগের পদ্ধতি খুব দ্রুত শুরু হবে। এর আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকার ন্যূনতম বয়স ছিল ১৮ থেকে ৪৫। বর্তমানে সেই বয়স কমিয়ে করা হয়েছে ১৮ থেকে ৩৫।
এরই পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল দ্বাদশ শ্রেণি পাস এবং সহায়িকার ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস। বর্তমান বিজ্ঞাপনে এই বয়সসীমা করা হয়েছে ১৮ থেকে ৩৫। একদিকে যেমন নতুন শিল্পায়নের ফলে প্রচুর নিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেরকম সরকারি ক্ষেত্রেও এই বিরাট নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে এ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819373785427902965
mamata banerjee