Bengal Chemical ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বিভিন্ন ক্ষেত্রে উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। তাছাড়া বিভিন্ন সময় বিজেপি নেতাদের কথায় আঁচ পাওয়া গিয়েছে প্রবল বাংলা-বিরোধী মনোভাবের। নতুন কেন্দ্রীয় বাজেটে এনডিএ-শাসিত রাজ্যগুলির জন্য মোদী সরকার দরাজ হস্তে বরাদ্দ ঘোষণা করলেও বাংলা ও অন্যান্য অ-বিজেপি রাজ্যগুলির ভাগ্যে সেভাবে জোটেনি কিছুই। এর মধ্যেই ফের প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। বঞ্চনার খাতা থেকে বাদ যায়নি বাংলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস’ও।
উল্লেখ্য, এবছরের কেন্দ্রীয় বাজেটে মাত্র এক লক্ষ টাকা বরাদ্দ হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হাতে গড়া বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের জন্য! সেই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া বেঙ্গল ইমিউনিটির বরাতেও জুটেছে একই পরিমাণ অর্থ। আর এই টাকা বেঙ্গল কেমিক্যালসের মতো লাভজনক সংস্থার কেন প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো মনীষীদের প্রতি বিজেপির মতো বঙ্গবিরোধী দলের মানসিকতা ঠিক কেমন, তাও বেআব্রু হয়ে পড়েছে। ইতিমধ্যেই নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819703786375397788
bengal chemical