Higher Secondary Education বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতর হয়ে উঠেছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। এবার অভিনব পদক্ষেপ নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এখন থেকে ছাত্রছাত্রী, অভিভাবক সহ বিভিন্ন মহলে বার্তা দেওয়ার জন্য এবার সমাজমাধ্যম ফেসবুক ও ইউটিউবকে কাজে লাগাবে তারা। বর্তমান সময়ে দেখা যায়, ছাত্রছাত্রীদের অনেকেই বেশিরভাগ সময় ফেসবুক ও ইউটিউবে মেতে থাকে। আর সেই ফেসবুক আর ইউটিউবের মাধ্যমেই নিজেদের বার্তা পৌঁছে দিতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ, এই দুই মাধ্যমে যদি কিছু পোস্ট করা হয় তবে তা দ্রুত পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে। সেকারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার থেকে এই ফেসবুক ও ইউটিউব চ্যানেল চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

উল্লেখ্য, এখানে একাধিক বার্তা দেওয়া হবে। যেমন একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি, ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন, ফর্মপূরণ করা সহ একাধিক তথ্য এই চ্যানেলের মধ্যেই দেওয়া হবে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আজকাল ছাত্রছাত্রী, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। কিন্তু ওয়েবসাইট নিয়ে তাঁদের বিশেষ আগ্রহ নেই। সেকারণে এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এবার থেকে ইউটিউবে
আরও পড়ুন: ওয়েনাড়ে আটকে রয়েছেন বাংলার ২৪২ শ্রমিক – ১৫৫ জনের সঙ্গে যোগাযোগ রাজ্য সরকারের
গিয়ে https://www.youtube.com/@wbchse1975 লিঙ্কে গিয়ে ক্লিক করলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউব চ্যানেলে যাওয়া যাবে। এতদিন ধরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েবসাইটেই তাদের বিভিন্ন ধরনের নোটিশ পোস্ট করত। কবে থেকে পরীক্ষা, কবে থেকে রেজিস্ট্রেশন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটেই দেওয়া হত। তবে এবার থেকে কিছুটা অন্যরকম ব্যবস্থা করা হচ্ছে। এবার ইউটিউব ও ফেসবুকে গেলেই উচ্চমাধ্যমিক সংক্রান্ত নানা বিষয় জানতে পারবে ছাত্রছাত্রীরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819372265890353253
higher secondary education