নতুন সুসংবাদ এল বাংলার জন্য। ফের রাজ্যে উজ্জল হল বিপুল বিনিয়োগের সম্ভাবনা। এবার বাংলায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে মুম্বইয়ের বহুজাতিক সংস্থা আদিত্য বিড়লা গ্রুপ। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বাংলায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন সংস্থার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। সূত্রের খবর, বাংলায় সিমেন্ট এবং রঙ কারখানা তৈরির পাশাপাশি একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করতে চায় সংশ্লিষ্ট সংস্থা, এখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কুমার মঙ্গলমের সঙ্গে ছবি তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, এটি সৌজন্য সাক্ষাৎ। তবে সেই সাক্ষাতেও যে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দু’জনের আলোচনা হয়েছে, তাও জানান মমতা। “বাংলায় ব্যবসার সুযোগ এবং বিনিয়োগের বিষয়ে তাঁদের আগ্রহ নিয়ে বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কথা বলেছেন”, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, সিমেন্ট, ফাইবার, টেক্সটাইল, রাসায়নিক , রিয়েল এস্টেট, ট্রেডিং, মাইনিং, বিনোদন-সহ দেশজুড়ে একাধিক ব্যবসা রয়েছে বিড়লা গ্রুপের।
টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মঙ্গলবার বিড়লা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হল। তিনি বাংলায় শিল্পের অনুকুল পরিবেশের প্রশংসা করেছেন এবং বাংলায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন।” মুখ্যমন্ত্রী জানান, বিড়লা গ্রুপ আগামীদিনে বাংলায় আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছে, সরকারের তরফেও তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় এসে বাংলায় শিল্পায়নকেই পাখির চোখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। গত বছরের সেপ্টেম্বরে মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইয়ে গিয়ে আন্তর্জাতিক বণিকমহলের সামনেও বাংলায় বিনিয়োগের সুযোগ এবং বাণিজ্যের সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিনিয়োগ টানা এবং কর্মসংস্থান তৈরি করাই বর্তমানে মূল লক্ষ্য রাজ্য সরকারের। শিল্প স্থাপনের জন্য তারা নিজস্ব উদ্যোগে ল্যান্ড ব্যাঙ্কও তৈরি করেছে। রাজ্যের হাতে জমিও রয়েছে। সূত্রের খবর, এদিনের নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বিড়লা গ্রুপকে শিল্পের জন্য প্রস্তাবিত বেশ কিছু জমির কথাও বলেছেন। তাতে আগ্রহ প্রকাশ করেছেন সংস্থার চেয়ারম্যান। বিগত দিনে শিল্পায়নের জন্য সরকারের বিভিন্ন নিয়মের ক্ষেত্রেও একাধিক ছোট-বড় পদক্ষেপ নিয়েছে নবান্ন। চলতি বছরের শেষেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হওয়ার কথা। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে শিল্পক্ষেত্রে ‘বড় বিনিয়োগ’ রাজ্যে আনা নবান্নের অন্যতম লক্ষ্য বলে অভিমত প্রশাসনিক ও রাজনৈতিক মহলের অনেকের। সেই প্রেক্ষাপটে বিড়লা গোষ্ঠীর কর্ণধারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিল্পমহল।