Journalist নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে জনসাধারণের বাকস্বাধীনতা। বিরুদ্ধ স্বরের উত্থান ঘটলেই যেনতেনপ্রকারেণ তা দমনে উঠেপড়ে লেগেছে শাসকদল। রাষ্ট্রীয় রোষের কবল থেকে বাদ যাননি সাংবাদিকরাও। এবার ফের ফুটে উঠল সেই চিত্র। সাংবাদিকদের খাঁচায় বন্দি করে কণ্ঠরোধ করা হচ্ছে, এই অভিযোগ তুলে সোমবার সংসদের ভিতরে ও বাইরে মোদী সরকারের বিরুদ্ধে সরব হল বিরোধীরা। সাংবাদিকরা যাতে সরকারের খবর বেশি না পায়, তারই উদ্দেশে এই ব্যবস্থা বলেই উঠল অভিযোগ। সংসদ চত্বরে এতদিন অবাধ গতিবিধি ছিল সাংবাদিকদের। তবে সোমবার আচমকাই সংসদ সচিবালয় থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের মারফৎ নির্দেশ আসে, এদিক ওদিক সাংবাদিকরা নিজের ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারবেন না। মন্ত্রী, এমপিদের সঙ্গে যেখানে ইচ্ছা কথা বলতে পারবেন না। মিডিয়ার জন্য তৈরি একটি পোর্টা কেবিনেই যা বলার, তা বলতে হবে তাঁদের।
এদিন প্রতিবাদে সরব হলেন রাহুল গান্ধী থেকে ডেরেক ও’ব্রায়েন, উদ্ধবপন্থী শিবসেনার প্রিয়াঙ্কা চুতর্বেদী থেকে ডিএমকের কানিমোজি, অখিলেশ যাদবও। সাংবাদিকদের গতিবিধি রোখার খবর পেয়ে দলকে এ ব্যাপারে সরব হতে নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো তৃণমূল সাংসদরা সংসদের মূল ফটক মকরদ্বার থেকে প্রায় ১০০ মিটার দূরে পোর্টা কেবিনের খাঁচায় এসে সাংবাদিকদের প্রতি সহমর্মিতা জানিয়ে যান। নরেন্দ্র মোদীকেও একহাত নেন তাঁরা। শেষমেশ বিরোধীদের সমালোচনার চাপে পড়ে এদিন সাংবাদিক প্রতিনিধিদের ডেকে কথা বললেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1817928050220118055
journalist