Mamata Banerjee মোদী-জমানায় ট্রেন দুর্ঘটনার বিভীষিকা থেকে রেহাই নেই দেশবাসীর। করমণ্ডল এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। গত দু’মাসেই তিনবার বড় রেল দুর্ঘটনা ঘটল। সোমবার বিহারে কাপলিং ছিঁড়ে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল ক্রান্তি এক্সপ্রেস! আর মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল হাওড়া-মুম্বই মেল। তীব্র সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। আরও একবার বেআব্রু হয়েছে অব্যবস্থার চিত্র। কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে কড়া নিন্দায় বিঁধেছেন তিনি। “এটাই কি প্রশাসন? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের একটা সিরিজ চলছে, রেললাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল আর কতদিন আমরা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতার শেষ হবে কবে?”, এক্স হ্যান্ডলে লিখেছেন মমতা।
আরও পড়ুন: মোদীর আমলে ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে রেল! – লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি, মৃত অন্তত ২
প্রসঙ্গত, এদিনের ট্রেন দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক এক্সপ্রেস বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। দু’টি ট্রেনই বাতিল করা হয়েছে। এ ছাড়াও, বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে। পাশাপাশি ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস, আহমেদাবাদ এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেনগুলি হাওড়া স্টেশনে আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের থেকে কমপক্ষে ছ’-সাত ঘণ্টা দেরিতে হাওড়ায় ঢুকবে ট্রেনটি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1818179694975463651
mamata banerjee rail accident