Train Accident নরেন্দ্র মোদীর জমানায় একের পর এক প্রাণঘাতী রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। পাশাপাশি, প্রকাশ্যে এসেছে নানান সমস্যা। যেমন, কবচ সুরক্ষায় গাফিলতি, পরিকাঠামো, পর্যাপ্ত কর্মীর অভাব। সংশয়ের মুখে পড়েছে যাত্রীসুরক্ষা ও নিরাপত্তা। করমণ্ডল এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিভীষিকাময় দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা দেশবাসীর মনে। তবে যত দুর্ঘটনাই হোক না কেন, অব্যাহত রেলের অচলাবস্থা। সোমবার বিহারে কাপলিং ছিঁড়ে দু’ভাগে ভাগ হয়ে যায় ক্রান্তি এক্সপ্রেস! আর আজ, মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনে। লাইনচ্যুত হয়েছে অন্তত ১৮টি বগি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুজনের মৃত্যু হয়েছে। আহত ২০ জন। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। কেন ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা, এখনও তার কারণ জানা যায়নি। ইতিমধ্যেই হাওড়া-সহ একাধিক জায়গায় চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।
সংবাদ সংস্থা এএনআই সূত্র অনুযায়ী, মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে জামশেদপুর থেকে ৮০ কিলোমিটার দূরে বডাবাম্বুতে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। জানা গিয়েছে, লাইনচ্যুত হওয়া ১৮টি কামরার মধ্যে ১৬টিই যাত্রীবাহী কামরা। এছাড়াও বেলাইন হয়েছে বিদ্যুৎ সংযোগের কামরা এবং প্যান্ট্রি কার। এই ট্রেনটির অদূরেই লাইনচ্যুত হয়েছে আরেকটি মালগাড়িও। তবে দুটি ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকাজ শুরু হওয়ার পরে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ৬ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চক্রধরপুরে। তবে বেলা গড়াতেই যাত্রীদের মৃত্যুর খবর আসতে থাকে। সিংভূম জেলার পুলিশ আধিকারিক জানিয়েছেন, আপাতত দুজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বেড়ে ২০। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাওড়া-সহ একাধিক স্টেশনে চালু করা হয়েছে হেল্পলাইন। চক্রধরপুর থেকে শুরু হয়েছে রিলিফ ট্রেন পরিষেবাও। তবে এখনও জানা যায়নি কীভাবে বেলাইন হয়ে পড়ল ট্রেনের ১৮টি কামরা। খবর পেয়ে এক্স হ্যান্ডেলে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রকের সমালোচনায় সরব হয়েছেন তিনি। উল্লেখ্য। গত দু’মাসে এই নিয়ে তৃতীয়বার বড়সড় রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে মোদীর রেলমন্ত্রক। ক্ষোভ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে আমজনতার মধ্যে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1817928317384769805?s=19
train accident