Mamata Banerjee ফের আরম্ভ হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর এই প্রথম জেলা সফর করবেন মমতা। বিধানসভার অধিবেশন শেষ করেই জেলা সফর শুরু করার কথা মুখ্যমন্ত্রীর। প্রথমে তিনি যাচ্ছেন ঝাড়গ্রাম, নবান্ন সূত্রে খবর এমনটাই। তারপর আর কোন জেলায় যাবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গিয়েছে, পরপর বেশ কয়েকটি জেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে ২৯টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। তারপর হয়ে গিয়েছে একুশে জুলাইয়ের সমাবেশ। সেখানে প্রত্যেক জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ এলেও আলাদা করে ধন্যবাদ জানানো হয়নি। তাই এবার এই ২৯টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত জেলায় সফর করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আগামী ৯ আগস্ট ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে তাঁর। বরাবরই বাড়তি নজর দেন জঙ্গলমহলে। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রেও জিতেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে জেতেন অরূপ চক্রবর্তী।
আরও পড়ুন: বারবার বাংলা ভাগের জিগির তুলছেন বিজেপি নেতারা! – শীঘ্রই বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনবে তৃণমূল
আগামী ৯ আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামের কর্মসূচি থেকে জঙ্গলমহলের মানুষকে ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিতে যোগদান করে জঙ্গলমহলের উন্নয়ন নিয়ে কথা বলবেন। গত সোমবার বিধানসভা অধিবেশনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে যান মন্ত্রী বীরবাহা হাঁসদা। এখন তিনি বন দফতরের প্রতিমন্ত্রীও বটে। সেখানে আদিবাসী দিবস উপলক্ষ্যে কর্মসূচি নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বীরবাহা হাঁসদার। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ঝাড়গ্রাম সফরে যাবেন। লোকসভা নির্বাচন মেটার পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম জেলা সফর। তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরাও সেদিন ওখানে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। তবে বাঁকুড়ার সাংসদ থাকবেন কিনা সেটা এখন নিশ্চিত নয়। এছাড়া জানা যাচ্ছে, ঝাড়গ্রামে একদিন থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানকার সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করবেন বলেও খবর। তারপর ফিরে আসবেন কলকাতায়। উত্তরবঙ্গ সফরেও যাওয়ার কথা আছে তৃণমূল নেত্রীর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1818268827794485536
mamata banerjee