Niti Aayog শুক্রবারই দিল্লী রওনা হয়েছিলেন তিনি। আজ যোগ দিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি। সাংবাদিকদের সামনে মমতা বলেন, “আসাম, ছত্তিশগড়, গোয়ার মুখ্যমন্ত্রীদের দীর্ঘ সময় বলতে দেওয়া হলেও আমি যেই বলতে শুরু করেছিলাম, ওরা আমার বলা বন্ধ করে দিল। রাজ্যের স্বার্থে এখানে এসেছিলাম। কিন্তু বৈষম্যমূলক আচরণ করে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এই সরকারের কাছে আমি ১০০ দিনের কাজের টাকা বন্ধ-সহ বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরছিলাম। তখনই আমার কথা বন্ধ করা দেওয়া হল। আমাকে এভাবে অপমান করার প্রতিবাদে বৈঠক বয়কট করে আমি বেরিয়ে এসেছি।”
পাশাপাশি, মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আয়োজিত নীতি আয়োগের বৈঠকে এনডিএ-শাসিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট সময় দেওয়া হয়েছে। আসাম, গোয়া, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের ১০-১২ মিনিট করে সময় দেওয়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার সময় পাঁচ মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়। মমতা প্রশ্ন করেন, “আপনারা আমার কথা বলা বন্ধ করলেন কেন? কেন ভিন্ন চোখে দেখা হচ্ছে?” তিনি আরও বলেন, “আমি এই বৈঠকে এসেছি, তাতে আপনাদের খুশি হওয়ার কথা। তার বদলে আপনারা আপনাদের দলকে অতিরিক্ত সুযোগ তৈরি করে দিচ্ছেন।

এটা শুধু বাংলাকে অপমান করাই নয়, সমস্ত আঞ্চলিক দলের পক্ষে অপমান। এটা ঠিক নয়।” মমতা সাংবাদিকদের বলেন, “বিরোধীদের পক্ষ থেকে আমি এখানে এসেছি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সহযোগিতামূলক বৃহত্তর স্বার্থকে শক্তিশালী করতেই আমি এসেছিলাম। কিন্তু, ওরা বাজেটেও রাজনৈতিক পক্ষপাত করে গিয়েছে। আমার প্রশ্ন, আপনারা কেন বিরোধীদের রাজ্যগুলির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন?” এখানেই থেমে থাকেননি তিনি। “নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই। ফলে এটা কাজ করবে কী করে? হয় নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন, অথবা পরিকল্পনা কমিশনকে ফিরিয়ে আনুন”, সাফ জানান তৃণমূল সুপ্রিমো।
Link: https://x.com/ekhonkhobor18/status/1817129302430773534
niti aayog mamata banerjee