এক মাস আপাতত উচ্ছেদ হবে না। সার্ভের কাজ চলবে। কিন্তু তার মধ্যে সব ঠিক করতে হবে। এমন টাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হকারদের আমি এক মাস সময় দিচ্ছি এর মধ্যে সব গোছাতে শুরু করুন। রাস্তা পরিষ্কার রাখতে হবে। আমাদের সার্ভে চালু থাকবে। আপনাদের কোথায় জায়গা দেওয়া যায়, তা সরকার দেখবে। গোডাউনের ব্যবস্থাও করবে। কিন্তু রাস্তা দখল করা যাবে না।
মমতা বললেন, ‘‘কাউকে বেকার করার অধিকার আমাদের নেই। তবে দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হবে। আমি চাই না কারও ব্যবসা বন্ধ হোক। কিন্তু বেশি সময় দেওয়া যাবে না”। তাঁর কথায়, ‘‘হকারদের দোষ দিয়ে কী লাভ? দোষ তো আমাদেরই। আমরা নিউ মার্কেট এলাকায় একটা বিল্ডিং বানিয়ে দিচ্ছি না কেন? যেখানে ওরা বসবে। এটা আমাদেরই করতে হবে। হকারেরা সেখানে থাকবেন।’’
মমতা বললেন, ‘‘হকারদের আমি ভালবাসি কেন জানেন? তার কারণ রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আর সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও হকারেরা ছুটে আসে। ওরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কোনও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার হলে প্রতিবাদ করে। কিন্তু আমি যেটা করছি, সেটা ওদের বিরুদ্ধে নয়। কলকাতাকে সুন্দর করতে হবে। আপনারা সহযোগিতা করুন, সরকার আপনাদের সঙ্গে থাকবেন।’’
নবান্নের বৈঠকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকারদের শপথগ্রহণ নিয়েও উষ্মাপ্রকাশ করলেন মমতা। বললেন, ‘‘রাজ্যপাল কেন ওঁদের শপথ নিতে দিচ্ছেন না? কেন ওঁদের রাজভবনে যেতে হবে? কেন বিধানসভায় শপথ নিতে পারবেন না? রাজ্যপাল দরকার হলে বিধানসভায় আসুন। রাজভবনে যা কীর্তিকলাপ চলছে মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে! কেন ওরা রাজভবনে যাবে?’’