রাজভবনের বাইরে গত বছর ধর্নামঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে যথেষ্ট রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছিল। এত দিন পর সেই বিষয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি থাকে। কোনও জমায়েত সভা রাজভবন চত্বরে অনুমতি দেয় না পুলিশ প্রশাসন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে এই ধর্ণা মঞ্চ টানা পাঁচ দিন চালালেন? সেই প্রশ্ন উঠেছিল। বিরোধীরা তাই নিয়ে জোর সওয়াল পর্যন্ত করে। এবার সেই বিষয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের উত্তরের গেটে এই ধর্ণা অবস্থান করেছিলেন। সেই সময় সেখানে কোনওরকম ১৪৪ ধারা জারি করা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই কথা পরিষ্কার জানিয়ে দিলেন। কয়েক জন ওই বিষয় নিয়ে রাজনীতি করছেন। কিন্তু আসল কথা জেনে রাখা দরকার। এই কথা বলেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী রাজভবনের বাইরে ধর্ণা অবস্থান করতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছিলেন। পুলিশ সেই অনুমতি দেয়নি। দুশো জন ঘরছাড়াকে নিয়ে রাজভবনে যেতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজভবন অনুমতি দিলেও পুলিশ এত জনকে সেখানে জমায়েত করতে দিতে চায়নি। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চের প্রসঙ্গ উত্থাপিত হয়।
শুভেন্দু অধিকারী এই বিষয়ে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে অন্য জায়গা স্থির করার জানিয়েছে। নব নির্বাচিত দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ বিষয়েও এদিন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়