আমরা আগামী ২ অক্টোবর দল গঠন করব। আমি লিখে দিচ্ছি, বিহারের মানুষ ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ এবং ইন্ডিয়া জোটকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে। এবার জন সুরজকেই বিহারে জয়ী করবে জনগণ। লোকসভা ভোট মিটতেই ফলাও করে এ কথা ঘোষণা করে দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। আর সেই সূত্রেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। নিশানা করেছেন এনডিএ ও ইন্ডিয়া জোটের সব দলকেই।
তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রী হওয়ার কোনও লোভ নেই আমার। স্বপ্ন হল আমার জীবনকালের মধ্যে বিহারকে বিকশিত রাজ্য করে তোলা, আমার মৃত্যুর আগে আমি দেখতে চাই মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব থেকে মানুষ বিহারে কাজ করতে আসবে। আমরা পুরো ভারতে মজদুরি করার জন্য জন্মাইনি, আমরা মজদুরের জীবন কাটাতে আসিনি। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, যেখানেই শ্রমিকের প্রয়োজন পড়বে, সবাই বলবে, বিহার থেকে নিয়ে এসো। এই পরিস্থিতির বদল দরকার। এই কারণেই আমি এসেছি। আমার ওপর বিশ্বাস রাখুন।’
পিকে-র দাবি, ‘কোনও ধনী, বড়লোক, ক্ষমতাশালী নেই, যে আমাকে কিনতে পারবে। আমাকে কেউ ভয় পাওয়াতে পারবে না। আপনারা আমার সঙ্গে থাকুন। বিহারকে পুরো বদলে দেব। জন সুরজ আপনাদের দল, আপনারাই নেতা এখানে। আমরা এগিয়ে আসা মানুষদের খুঁজছি। পিছিয়ে আমরা থাকব না।’ এদিকে, প্রশান্ত কিশোরের নিশানায় নীতীশ কুমারও। মোদীর মন্ত্রিসভায় বড় মন্ত্রিত্ব না চাওয়ার জন্য রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সরাসরি নিশানা করেছেন। পিকে বলেন, ‘নীতীশ কুমার তাঁর দলের অভ্যন্তরীণ মতবিরোধ ঠেকাতে বড় মন্ত্রকের দাবি থেকে সরে এসেছেন।’