সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথগ্রহণ ঘিরে আরও জট পাকল। রাজভবন অবস্থান বদল না-করায় বুধবার দুপুরে বিধানসভায় ধর্নায় বসে পড়লেন বরাহনগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূলপ্রার্থী। তাঁদের সঙ্গে ধর্নায় যোগ দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। সায়ন্তিকা এবং রায়াতের পাশে প্ল্যাকার্ডে লেখা, ‘‘শপথের জন্য মাননীয় রাজ্যপালের আসার অপেক্ষায় রয়েছি।’’
বিধানসভায় যখন সায়ন্তিকারা ধর্নায়, তখন রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস বিকেলের আগেই দিল্লি রওনা হতে পারেন। মঙ্গলবারই রাজভবন জানিয়েছিল, বুধে সায়ন্তিকাদের শপথের জন্য সমস্ত ব্যবস্থা থাকবে। তাঁরা রাজভবনে গিয়ে শপথ নিতে পারেন। কিন্তু তৃণমূলের দুই জয়ী প্রার্থী জানিয়ে দেন, তাঁরা বিধানসভাতেই শপথ নেবেন। কোনও ভাবেই রাজভবন যাবেন না।
এই সংঘাতের আবহে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘সংবিধানের স্রষ্টা বিআর অম্বেডকর বলেছিলেন, মধ্য মেয়াদে যদি কেউ বিধায়ক হন, তা হলে তাঁকে শপথবাক্য পাঠ করাতে পারেন বিধানসভার স্পিকার।’’ বিমান জানিয়েছেন, যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়ে তিনি আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন। প্রয়োজনে রাষ্ট্রপতির কাছেও তিনি যাবেন।