প্রোটেম স্পিকার নিয়ে সংঘাতের পর লোকসভার স্পিকার নির্বাচন নিয়েও এনডিএ-র অস্বস্তি বাড়িয়েছিল বিরোধী শিবির। তবে শেষমেশ ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লাই। এই নিয়ে দ্বিতীয় বার লোকসভার স্পিকার হলেন তিনি। তাঁর বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বুধবার ছিল সেই ভোটাভুটি। ১১টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সাংসদ ওমই।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে জানা যায়, সপ্তদশ লোকসভার স্পিকার ওম বিড়লাই ফের নবনির্বাচিত সভার অধ্যক্ষ হতে চলেছেন। শাসক জোট এনডিএ স্পিকার পদে তাঁকেই মনোনীত করেছে। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিরোধীরা ইন্ডিয়া জোট স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করছে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওম বিড়লার জয় প্রায় নিশ্চিত হয়ে ওঠে। কিন্তু, বিরোধীদের দাবিমতো ডেপুটি স্পিকার পদ নিয়ে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট কোনও প্রতিশ্রুতি না দেওয়ায় স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথে হাঁটে ইন্ডিয়া জোট। কংগ্রেসের প্রবীণ সাংসদ কে সুরেশ স্পিকার পদে মনোনয়ন জমা দেন। কিন্তু আজ ধ্বনিভোটে পরাজয় হল তাঁর।