বিজেপি এমপি ছত্রপাল সিং গঙ্গোয়ার শপথ শেষে বললেন, জয় হিন্দু রাষ্ট্র, জয় ভারত। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পার্লামেন্টে জয় হিন্দু রাষ্ট্র বলাটা কতটা যুক্তিসংগত তা নিয়েও প্রশ্ন উঠছে।
মিম প্রেসিডেন্ট ও এমপি আসাদউদ্দিন ওয়াইসি মঙ্গলবার লোকসভার সাংসদ হিসাবে শপথ নিলেন। সেই শপথের শেষে তিনি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন, আল্লা হো আকবর!
কিন্তু ভারতের সংসদে শপথ নেওয়ার পরে প্যালেস্তাইনের নামে জয়ধ্বনি কতটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি শপথগ্রহণ করার পরেই জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন, আল্লা হো আকবর বলে উল্লেখ করেন।
এরপরই সোশ্য়াল মিডিয়ায় এনিয়ে ঝড় ওঠে। কেন তিনি ভারতের সংসদের ভেতরে শপথ গ্রহণের মতো অনুষ্ঠানে এভাবে প্যালেস্তাইনের নামে জয়ধ্বনি দিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে।