শুরু হয়ে গিয়েছে আষাঢ় মাস। বাংলায় ইতিমধ্যেই বর্ষার আগমন ঘটে গিয়েছে। উত্তরে অব্যাহত প্রবল বৃষ্টি। দক্ষিণেও চলছে হাল্কা থেকে মাঝারি বর্ষণ। কিন্তু বৃষ্টির পরিমাণ না বাড়লে থাকবে ডেঙ্গি-ম্যালেরিয়ার আশঙ্কা। ফলত ফের পুরসভাগুলিকে সতর্ক করল নবান্ন। মশাবাহিত মারণরোগ ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা নিয়ে এদিন সকালে মুখ্যসচিব বৈঠক করেন বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে। কড়া বার্তা দিয়ে জানান, “পুরসভাগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্নের উপর আরও বেশি নজর দিতে হবে। কোনও পুরসভার ঢিলেমি মানা হবে না।” উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলাকে বিশেষ ভাবে সতর্ক করল নবান্ন।
পাশাপাশি, মালদহের ইংরেজবাজার, কালিয়াচক, উত্তরবঙ্গের কয়েকটি চা বাগান এলাকায় বর্তমানে ডেঙ্গি সংক্রমণ রয়েছে। সেই এলাকার জেলাশাসকদের ও পুরসভাগুলিকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ এদিনের বৈঠকে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। গত সপ্তাহেই ১১০০ ছাড়িয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জুন মাস শেষ হতে চললেও তেমন বৃষ্টি হয়নি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ফলে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই মশাবাহিত রোগ। ডেঙ্গির বাহক মশা এডিস ইজিপ্টাই শুষ্ক শীতল আবহাওয়ায় জন্মায় না। রাজ্যের একাংশে ব্যাপক গরম রয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মশার উপদ্রব। ফলত মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গির আশঙ্কা।