দিল্লির জল সংকটের সমাধান চেয়ে গত ৫ দিন ধরে অনশন করছিলেন তিনি। আর তার জেরেই সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দিল্লির আপ সরকারের জলমন্ত্রী অতিশী। মধ্যরাতে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির এলএনজেপি হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর সুগার লেভেল কমে ৪৩-এ এসে ঠেকেছে।
মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, ‘অতিশীর সুগার লেভের ৪৩এ নেমে এসেছে। এই পরিস্থিতিতে ওঁকে হাসপাতালে ভর্তি না করা হলে বড়সড় বিপদ ঘটতে পারত। ডাক্তারদের পরামর্শ মেনেই সোমবার মধ্যরাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও বলেন, ‘গত ৫ দিন ধরে কিছু খাননি উনি। ফলে তাঁর শরীর তো খারাপ হবেই। উনি নিজের জন্য নন, দিল্লির মানুষের জলের দাবিতে লড়াই করছিলেন। এই অবস্থাতেও হাসপাতালে যেতে রাজি হচ্ছিলেন না উনি। কার্যত জোর করেই ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
এদিকে চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, গত ৫ দিন ধরে কিছু না খাওয়ার জন্য ওঁর ওজন ২ কেজি কমে গিয়েছে। বেড়ে গিয়েছে কিটোন লেভেল। হাসপাতালে ভর্তির পর তাঁকে খাবার খেতে বলা হয়েছিল তবে তিনি কোনও কিছু খেতে রাজি হননি। যদিও এই পরিস্থিতিতেও ভাঙতে নারাজ অতিশী।
সম্প্রতি তাঁর এক বার্তা প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি বলেন, ‘আমার ব্লাড প্রেসার ও সুগার লেভেল অত্যন্ত কমে গিয়েছে। ওজনও কমে গিয়েছে। কিটোন লেভেলও অনেক বেড়ে গিয়েছে। যা অত্যন্ত গুরুতর আকার নিতে পারে। কিন্তু শারীরিক কষ্ট যতই হোক না কেন অনশন জারি থাকবে, যতক্ষন না হরিয়ানা আমাদের পর্যাপ্ত জল সরবরাহ করছে।’