বাংলার সীমানা ছাড়িয়ে রাজধানীর বুকেও খ্যাত এ রাজ্যের আম। মুর্শিদাবাদ, মালদা ও নদীয়ার মতো বিখ্যাত আমের পাশাপাশি বলাগড়ের আমও মন জয় করেছে দিল্লীবাসীর। ৩০শে জুন পর্যন্ত দিল্লীতে চলা এই মেলায় ইতিমধ্যেই বলাগড় থেকে পাঠানো অর্ধেক আম বিক্রি হয়ে গেছে। এতে খুশি রাজ্য সরকারের উদ্যানপালন দফতর ও আম উৎপাদক। আম উৎপাদক সুব্রত কর্মকার জানিয়েছেন, তাঁরা চারজন মিলে দুই ধরনের আম, হিমসাগর ও গোপালভোগ নিয়ে দিল্লী গিয়েছিলেন। শনিবার রাত পর্যন্তই দু’টন আম বিক্রি হয়ে গেছে। মুগ্ধ হয়ে কিনে নিয়ে গেছেন বিদেশিরাও।
এহেন উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক শুভদীপ নাথ। তিনি বলেছেন, মালদহ ও মুর্শিদাবাদের আমের তুলনায় বলাগড়ের আমের বিক্রি বেশি হওয়া হুগলির জন্য গর্বের। এবার জেলায় আমের ফলন কম ও কিছুটা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হয়েছে। নতুন দিল্লীতে আম নিয়ে যাওয়ার জন্য কড়া শর্ত থাকায় অনেক বাধাও পেরিয়ে যেতে হয়েছে। তবুও বলাগড়ের আম জিতে নিয়েছে দিল্লীর মন। এই সাফল্যে উৎসবের আনন্দে মেতে উঠেছেন হুগলির আম চাষীরা।