এবার প্রশ্নের মুখে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের নারী সুরক্ষা। সেখানে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ঘিরে ধরে এক মহিলাকে লাঠিপেটা করা হল। কিন্তু সাহায্যের জন্য তিনি চিৎকার করার পরও পথচারীরা তো কেউ এগিয়ে এলেনই না, বরং দূর থেকে দাঁড়িয়ে সেই ঘটনার ভিডিয়ো করলেন। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এখন খবর। ঘটনাটি মধ্যপ্রদেশের ধার জেলার। সেখানকার তান্ডা এলাকায় ওই মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ২০ জুনের। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, মহিলা এক ব্যক্তির সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। কিন্তু তাঁকে খুঁজে বার করে রাস্তাতেই লাঠিপেটা করা হয় বলে অভিযোগ।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, হলুদ শাড়ি পরা এক মহিলাকে ধরে রেখেছেন ৫ জন। তার পর সাদা জামা পরা এক ব্যক্তি পাশে দাঁড়ানো এক যুবকের কাছ থেকে লাঠি নিয়ে একের পর এক বাড়ি মারতে থাকেন। মহিলা যত চিৎকার করছেন, ততই তাঁর ওপর লাঠির ঘা বাড়ছিল। রাস্তার মধ্যে এই ঘটনা যখন ঘটছিল, পথচারীরা কেউ কেউ দাঁড়িয়ে পড়েছিলেন। মারের দৃশ্য দেখছিলেন, কিন্তু মহিলা সাহায্য চাইলেও কেউ এগিয়ে যাননি। তাঁদের মধ্যে কেউ কেউ আবার সেই ঘটনার ভিডিয়োও করেছেন। সেই ভিডিয়োই পুলিশের হাতে পৌঁছয়। ধারের পুলিশ সুপার মনোজ কুমার সিংহ জানিয়েছেন, মহিলা একটি অভিযোগ দায়ের করেছেন। মূল অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। তিনি নুর সিংহ ভুরিয়া। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।