লোকসভা ভোট শেষ হতে না হতেই ফের রাজ্যে বেজে গিয়েছে ভোটের বাদ্যি। সামনেই রয়েছে একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। কিন্তু সেই উপনির্বাচনে লড়াইয়ের অর্থ নেই প্রদেশ কংগ্রেসের। এদিকে, লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর আর এক পয়সাও খরচ করতে রাজি নয় কংগ্রেস হাইকমান্ড। শুক্রবার প্রদেশ কংগ্রেসের অভ্যন্তরীণ বৈঠকে এনিয়ে দীর্ঘ আলাপ-আলোচনা হয়েছে। শেষমেশ অবশ্য জেলা নেতৃত্ব বিস্তর বোঝানোয় আর্থিক সাহায্য দিতে রাজি হয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম মীর। বাগদা ও রায়গঞ্জে উপনির্বাচনের জন্য রীতি ভেঙেই টাকা দেওয়া হবে বলে খবর এআইসিসি সূত্রে।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর ভাঁড়ে মা ভবানী দশা প্রদেশ কংগ্রেসের। জেলা নেতৃত্বের পক্ষেও আর একটি নির্বাচন লড়া সম্ভব হচ্ছে না। শুক্রবার দলের অভ্যন্তরীণ বৈঠকে এনিয়ে আলোচনা হয়। দলের পর্যবেক্ষক গুলাম মীর স্পষ্ট জানিয়ে দেন, উপনির্বাচনে এক পয়সা দেবে না এআইসিসি। একথা জানার পর সাময়িক ক্ষোভ প্রদর্শন করা হয়। বিশেষত উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস নেতৃত্বের তরফে কার্যত ঘিরে ধরা হয় মীরকে। এর পর সন্ধেবেলা ফের এই প্রসঙ্গে আলোচনা হয়। তাতে বলা হয়, এআইসিসি আর্থিক সাহায্য না করলে উপনির্বাচনে লড়াই করা সম্ভব নয় তাদের পক্ষে। তারপরই আর্থিক সাহায্য দিতে রাজি হয় কংগ্রেস হাইকম্যান্ড।