সম্প্রতি প্রশাসনিক বৈঠকে রাজ্যের পর্যটন শিল্প নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে সুন্দরবনের পর্যটনে বিশেষ নজর দিয়েছিলেন তিনি। কেরালার ধাঁচে সুন্দরবনেরকে সাজানোর নির্দেশ দিয়েছিলেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই সুন্দরবন অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় আটকানোর জন্য ম্যানগ্রোভ লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে মমতা সরকার। সেখানের বাঁধগুলিকে যাতে সুরক্ষিত রাখা যায়।
কেরালায় যেমন হাউস বোট ব্যবহার করা হয়, সুন্দরবনে তেমন কিছু করা যায় নাকি তা নিয়ে এনার পর্যটন দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে রাজ্যের আয় বাড়বে যেমন,পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণ বাড়বে সুন্দরবনের।