উত্তর-পূর্ব বাংলাদেশের উপর সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি, বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যাচ্ছে উত্তর-পূর্ব ভারতের দিকে। এদের প্রভাবে আগামী কয়েকদিন হিমালয়ের পাদদেশীয় জেলাগুলির বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলতে থাকবে। বর্ষণ জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষত হিমালয়ের পাদদেশীয় জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। আজ, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই তিনটি জেলার পাশাপাশি জলপাইগুড়িতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিনটি জেলায় (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ওই তিনটি জেলায় জারি করা হয়নি কোনও সতর্কতা।
পাশাপাশি, শনিবার উত্তরবঙ্গের ছ’টি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর) ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে শুধুমাত্র হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি পাঁচটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোনওরকম সতর্কতা জারি করা হয়নি। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, মালদা এবং উত্তর দিনাজপুরের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের আটটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, এমনই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।