দেশে ইতিমধ্যেই বর্ষার প্রবেশ ঘটে গেলেও বাংলায় সেভাবে দেখা নেই বৃষ্টির। বরং গরমের ঠেলায় অস্থির আমজনতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোজই চড়ছে তাপমাত্রার পারদ। সঙ্গী আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অত্যধিক তাপমাত্রার কারণে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
পাশাপাশি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবার সারাদিন গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং-সহ অন্যান্য জেলাগুলিতেও দমকা হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।