এবার নন্দীগ্রামে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর জালপাই গ্রামে ২৪৪ নম্বর বুথের বুথ সভাপতি গুরুপদ মন্ডলের বাড়িতে শুক্রবার গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। মারধরের পাশাপাশি লুঠ করা হয় নগদ। মোবাইল ফোনও ছিনতাই করে দুষ্কৃতীরা।
শাসক দলের অভিযোগ, শুক্রবার রাতে কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী গুরুপদ মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা করে। গুরুপদ মণ্ডল-সহ তাঁর স্ত্রী, ১৫ বছরের ছেলে এবং তাঁর বাড়ির পাশের একজন তৃণমূল মহিলা কর্মীকে মারধর করা হয়। তাঁদের টাকা পয়সা মোবাইল সহ সোনার গয়নাগাটি লুঠ করা হয়। এমনকি, তৃণমূল করা বন্ধ না করলে ধর্ষণ করা হবে বলে হুমকি দেওয়া হয় গুরুপদবাবুর স্ত্রীকে। তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার পর বুথ সভাপতির স্ত্রী এবং তার ছেলে আরও এক মহিলা তৃণমূল কর্মী নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, রাতে আমাদের বুথ সভাপতির বাড়িতে ঢুকে তাঁকে মারধর করেছে বিজেপি। তাঁর স্ত্রীর কাছ থেকে নগদ ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। সঙ্গে হুমকি দিয়েছে তৃণমূল করা বন্ধ না করলে ধর্ষণ করবে তারা। এমনকী বুথ সভাপতির ১৫ বছরের ছেলে, যার ১ মাস আগে হার্নিয়া অপারেশন হয়েছে তাঁকেও লাঠি দিয়ে বেধড়ক মেরেছে বিজেপির গুন্ডারা। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বাসিন্দা শুভেন্দু অধিকারী। সেখানে এবারও ২ হাজারের বেশি ভোটে পিছিয়ে বিজেপি। আর তাই হারের জ্বালা সহ্য না করতে পেরে বিজেপি তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ।