বঙ্গে বিজেপির আসন সংখ্যা একলাফে উনিশ থেকে ১২-য় নেমে এসেছে। কেন্দ্র পরিবর্তনের জেরে হেরেছেন খোদ প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আর তার পর থেকেই ক্রমাগত দলের রাজ্যে নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন তিনি। শনিবারও এর অন্যথা হল না।
এদিন সোশাল মিডিয়ায় মেদিনীপুরের প্রাক্তন সাংসদ লিখেছেন, ‘ওল্ড ইজ গোল্ড।’ যা দেখে রাজনৈতিক মহলের মত, বিজেপির পুরনো দিন ও পুরনো কর্মীদের কথাই বলেছেন তিনি। শুধু দিলীপ নন, দলের রাজ্য নেতৃত্বকে নিশানা করেছেন তথাগত রায়ও। তাঁর দাবি, আরএসএসের সঙ্গে দূরত্ব বেড়েছিল দলের। তার ফলেই এই করুণ পরিস্থিতি। তথাগতর মতে, ‘প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল। তবে রাজ্যে বিজেপির সাংগাঠনিক দুর্বলতা ছিল। আরএসএসের সঙ্গে দূরত্বও বেড়েছিল। তাই আশানুরূপ ফল হয়নি।’ সবমিলিয়ে ভোটের ফল প্রকাশের পর থেকেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহের চোরাস্রোত বইছে। পাশাপাশি, নতুন করে সামনে এসে পড়েছে দলের আদি-নব্য দ্বন্দ্বও।